মানুষ প্রথমে বাঁচবার সংগ্রাম করে
তারপর সহস্র স্বপ্ন বোনে মনে
চায় ঘর-সংসার, নিরাপদ বেষ্টনী, আপন স্বজন
সুবাতাস,শস্যদানার পাশাপাশি ফুল-পাখি, বৃক্ষের শোভা

এসবকিছু পেয়ে গেলে মানুষের বেড়ে চলে স্বপ্নের বিস্তার
আরো কিছু চায়__ আরো কিছু হতে মনে চায়
হতে চায় সময়ের দেবদূত, কোন সাম্রাজ্যের অধিপতি
মানুষ হয়েও এ মানুষ থাকতে চায় না সাধারণ মানুষের দলে
ভুলে যায়, চাঁদ আর জোছনার সম্পর্ক
ক্ষমতায় কিনে নিতে চায় ভক্তি, ভালোবাসা, পরমায়ু, নদী ও পাহাড়।