মেয়ে, তুমি শুনে রেখো, আমিও শুনেছি
বুকের জমিনে কবিতার চাষ হয়, ফসলও ফলে
কবিতাতে হয় যাবতীয় কথাদের বিনিময়
তাইতো পছন্দসই কবিতা খুঁজতে খুঁজতে বেমালুম
ভুলে গেছি সময়ের বিভাজন
সময়ের তাড়ে বাঁধতে পারিনি সময়
হয়েছি বন্ধুহীন, গৃহহীন, পথিক মানুষ।
ভালোবাসি ভালোবাসি বলেও
থাকতে পারিনি কবিতায়, উড়িয়ে দিয়েছি পালকহীন মেঘের জানালায়।
ভেবেছিলাম ছকবাঁধা পেশাদারী জীবনে
তোমার লাইসেন্স পাওয়া সহজ,
তোমার চিবুক ছোঁয়া সহজ
সংসারের যাঁতাকলও--
অথচ ইয়াবায় আসক্ত সমাজ বিপ্লবীদের মতো পছন্দসই কবিতা খুঁজে পাওয়া খুবই দুষ্কর
কেননা সংসারে আর কবিতায় আমি যে নিরেট নিষ্কর্মা;
কথিত অপরাধির নির্লজ্জ সম্রাট
না পেলাম তোমাকে
না হলো কবিতার বুকে ঠাঁই।
মেয়ে, আজও বলি
হয় তুমি প্রেমিকা হয়ে বৈষম্য ঠেকিয়ে দাও
নয়তো বাউন্ডুলে'র মনমতো কবিতা হয়ে যাও
আমি আজীবন আবৃত্তি করে যাই।