সময়ের আগে ভুল লাইনে উঠে পড়া ট্রেন
গন্তব্যে অস্থির
যাত্রাপথ এবড়োথেবড়ো, স্থানচ্যুত ফিসপ্লেট
অগুনতি জীবনের হানি হতে পারে
অথবা থেমে যেতে পারে তারও সময়ের আগে  
এ অনিশ্চিত যাত্রার দোদুল দোলায় দুলছে বাংলাদেশ।

সময় কখনো বলে না তুমি থামো কিংবা চলো
থামতে থামতে থামতে একসময়
জীবনের সব পাঠ থেমে যায়
ভুলের মাশুলের শুমার কি কখনো হয়?
তাই বলি, হেসো না গো সন্তান
সামনে দুঃসময়!

মানুষ বোঝেনি বলেই
যুগে যুগে এসেছিল নবী অবতার
সময়ের পিঠে চড়ে এখন অযুত জ্ঞানের সম্ভার
তবুও ভুল পথে হাঁটা, তবুও চক্রান্তের বেড়াজালে পা।
তবুও কি চাওয়া অন্যায় অথবা পাপ?
হা ঈশ্বর! দিও না, দিও না নির্মমতা অন্য অভিশাপ।