সময়ই সময়কে বলে দেয়
সময় কীভাবে হারিয়ে যায় সময়ের পাল্লায়
সাফল্য ব্যর্থতাকে বলে দেয়
তিল তিল করে পাড়ি দেয়া দুঃখের নদী
কীভাবে দিবানিশি চরাচরের স্বপ্ন দেখায়
আর হাসি আনন্দ বলে দেয়
পৃথিবী কতোটা অন্ধকার, কতোটা যন্ত্রণার
চাপিয়ে দেয়া কান্নায়।

আধেক পৃথিবী হেসে ওঠে রোদ্দুরে
আধেক পৃথিবী চিরকালই অন্ধকারে
প্রকৃতির সাথে জীবনের যুদ্ধ যুদ্ধ খেলায়
জীবনই আবার জীবনকে বলে দেয়
জীবনের কাছে বারবার জীবনটা হেরে যায়।

যতই হারুক,
যতই কাঁদুক বিদ্রোহ চোখে আঁকা
সময়ই বলে, সময়কে নিয়ে এই আমাদের
ভালোমন্দে থাকা।
_________________________________________