আকাশ ঢেকেছে মেঘে
সাগরে নিম্নচাপ, নাম তার মেগচাউম,
অখণ্ড অবসর
ভাবলাম, কিছুটা তো পড়তে পারি!
মেঘাক্রান্ত বইটি খুলতেই দেখি একহাঁটু জল
জল মাড়িয়ে দেখি অনবরত উচ্ছলা ঢেউ
আগ বাড়িয়ে মেগচাউম ঝরাচ্ছে বৃষ্টি অবিরল।
*
সরোবর উঠেছে মেতে
হাঁস নয়, মাছ নয়, পদ্মও নয়, কথাদের উৎসবে
কারা পেলো কতটা আসন সংসদের?
টিভি খুলে টকশো মেলতেই দেখি, হ্যান্ডকাপ পরা বাংলাদেশ; পুড়ছে হৃদয়
পতাকা নামাচ্ছে চোর, দিবালোকে, স্বপ্নালোকে।
*
বাজারে কাঁপছে কৃষক
শীতের সবজি ফেলে যায় হাটে, দাম নেই, ক্রেতা নেই।
হাতছাড়া পেঁয়াজ, আলুতে আগুন।
অথচ আমিও চাষ করি, বেচা কেনা তাতে রুটি ভাত
দেখি চেয়ে ওই তো অদূরে জলের প্রপাত!
ইদানিং ফড়ে দল গাঁয়ে ঘুরে যায়,
ধান পাট কিনছে না মোটে
ওরা ভয়ে আছে, কে হারে আর কে জেতে যড়যন্ত্রে নয়তো বা ভোটে।
*
আকাশ জুড়ে আছে মেঘ
কারো মুখে, কারো বুকে মহড়া সাজায়ে চলে ভয়
ক্ষমতাটা জয় করা শক্ত হলেও ধরে রাখা কঠিন নিশ্চয়।