দেখুন চেয়ে
ওই তো ও'পাশে প্রবহমান নদী
ভেতরে বইছে আগুন

আকাশ বিদীর্ণ করা সাইরেনে
লড়ছে লড়াকু
তাবৎ পৃথিবী তাহার হোক_

হে অন্ধ বিচারক!
এবার পড়ে শোনাও, তোমার শোলক।