কবিতায় সাজিয়ে বলে যাবো সে সময় নেই
মনোযুদ্ধের শেষপ্রান্ত প্রায়
যতটা সম্ভব, অন্তত পহমের মতো
ভালগার নদীতীর ধরে এক সন্ধ্যে উর্বরা ভূমি
আমি দখলে নিতে চাই
দুঃখের ঘাট পেরিয়ে
যত্রতত্র পড়ে থাকা রোদ-বৃষ্টি-ছায়া আর স্মৃতির
চোখ রাঙানিতে লাভ নেই
মন পাথর হিংস্রতায় পূর্ণতা পেলে
দ্বিধার ঝাঁপটা খুলে উন্মুক্ত দেয়ালে লিখি
ভাগ্য নিজের
থাকুন চেয়ে আন্তন চেখভ ম্যাক্সিম গোর্কি
ভ ই লেলিন
আমি পুশকিন মায়াকোভস্কি পড়ে কাটাবো রাত।
লিও তলস্তয়, দস্তয়ভস্কি, বুনিন, সকোলভ যাঁরাই
ভূমিকা রেখে গেলো সমাজতন্ত্রের, রাখুক
অতঃপর আমি কেড়ে খাবো লোকালয়, শিল্পালয়, বিস্তীর্ণ সমতলভূমি, নদীর এপার ওপার__
সবশেষে নোয়াবো মাথা....
চেখভের লিখে রাখা গল্পের পহমের মতো
সাড়ে তিন হাত মাটির কাছে__