গনিকার হাঁটা পথ আলোহীন পাখির গমন
যেন আর ফুরাবার নয়
লাজরাঙা বালিকার মুখ দেখে ঘুমায় আকাশ
ব্যথায় হৃদয় পোড়ার পুরনো অসুখ নিয়ে
আজও বাঁচে গহীনের মন

সাঁতার যে শেখেনি শিখেছিলো চোখের আয়েশ
পার্বতী হালচাল বোঝেনি যে
আজও সে বেগানা বেহুঁশ
যে জিহবায় ঝরেছিল কথাদের সিম্ফনি
সেই মুখ আজ যেন বিচূর্ণ চৈত্র দুপুর
হৃদয়ের ক্যানভাস তবু দোলে মিঠেম দোলায়।

আলেয়ার আলোয় আজও মন ফেরে
আজও তার ডানা ঝাড়া পাখির আদল
ফেরারী রাতের বুকে লিখে রাখা তারাদের মাতামাতি
আজও ভোর আসে আশা দের বরে
আজও আকাঙ্ক্ষিত সময় চায়
আয়নিক পৃথিবীতে সবকিছু ভালোবাসাময়।