উৎকৃষ্ট একটি স্বপকে এঁকে এঁকে
আমি সেদিন দাড়ালাম মধুমতীর দক্ষিন পাড়ে
সত্যি তুমি দাড়ের শব্দে
আমাকে ঠেলে নিয়ে গেলে
দূরে
        বহু দূর বিস্তৃত পথে।

আমার চনমনে অস্বস্তির কাছে
এক ব্যাগ  চেতনাই আমাকে
বলে চলে গেল  মাঝে
         "ওগো, স্বপ্নদূত! শোনো,
প্রতিভাই তুমি পেলে.....

কেননা প্রতিভার বাগানে বড় ঝড় বয়ে গেছে
ভরে গেছে কুৎসিত কালো পিপঁড়ের ছায়া,
ডালে ডালে অন্যায়,বুর্জোয়া।
তুলে নাও-- অগোছালো প্রতিভার ডালপালা
স্বযত্নে লালন কর শতবার   "

অপলক তাকাই সম্মুখে
দেখি--  তুমি নাই--- সন্ধ্যার অলীক মেঘে
আকাশের কান্না হয়ে তুমি চলে গেছ
ঐ দূর নীলিমায়।
=========================