গদি কিনতে গিয়েছিলাম
কিন্তু পারিনি
শুনলাম, আমার আগে
অনেকেই নিয়ে গেছে কিনে
কেউ একজন বললো,
গদি কিনবেন, নগদে না চেকে?
আমি বললাম, নগদ কিংবা চেক কোনটাই নয়
তাহলে?
বললাম, আমি কবি
কবিতা দিয়ে কিনে নেবো মসনদ
রাঙাবো পৃথিবী
আলোয় ভরে দেবো মানুষের মন...
এতটুকু আশা তো করতে পারি অন্তত
ছিনতাই হবে না মসনদ