আজ আমার সিদ্ধান্তহীনতার মুক্তি হবে, জেনো ;
কেননা একটি শতাব্দী পার করেছি
তৃষ্ণার্ত পাখির সাথে,অন্ধকার করিডোরে।
একটি শতাব্দী পার করেছি
স্বপ্নের চোরা গলিতে হাবুডুবু খেতে খেতে।
হাজার বছর ধরে বসে আছি প্রতিভার খোঁজে
যেখানে সীমাহীন প্রতিভার ছড়াছড়ি
যেখানে নতুন চরের মুখে জেগে ওঠা কল্পনা
যেখানে একটি নিবিড় ভালোবাসার ক্ষেতে
বোনা হয়েছে কিছু প্রেম, কিছুটা স্পর্শ সুখের
মনের কাছে গেঁথে রাখা হয়েছে কিছু স্বপ্ন, কিছু আশা
যা একটি নির্দিষ্ট সময়কে অতিবাহিত করলেই
যাবে সাংবাদিকের দপ্তরে, প্রেসে, গণসমুদ্রে
আজ আমার সেই সব সিদ্ধান্তহীনতার মুক্তি হবে
মুক্তি হবে তোমাতে আমাতে
মুক্তি হবে চেতনায়, মুক্তি হবে, মুক্তি হবে।
******************************
রচনা ১৯-১২-১৯৯৬
(রায়পাশা,নান্দাইল,ময়ময়নসিংহ)