ভাবছি, শিশি ভরে রেখে দেবো শীত
চিলমচি ভরে রাত
জল থৈ থৈ নদীর বুকে রাখবো অভিমান
রাখতে যদি না পারি স্মৃতি
হোক না হয় কিছুটা নিমজ্জমান।

যেমন করে শুকিয়ে রেখেছি ঘরভর্তি হাসি
জিইয়ে রেখছি হৃদয়ের বেদনারাশি
যেমন করে বিক্রি করে সুখ
আনছি কিনে চিরকালের বাড়বাড়ন্ত অসুখ
তেমন করে রাখবো ধরে তারে
আহা! সে জন আছে কোন বুকেতে
কোথায় অনাদরে?