আমি দুঃখী বলে ধার দিতে পারি দুঃখ তোমায়
বিনিময়ে চাই না কোন সুখ
আঁধার রাতে কান্নার কিছু ভাগ যদি চাও
সীমান্ত খুলে দেবো নিভৃতে আমার
নিতে চাও কোনো ভালোবাসা দেবো একবুক।
'
আমি ধর্ষিতা বলে তোমাকে দিতে পারি সুযোগ ধর্ষণের
ফেলে যেও বংশগত বীর্য তোমার
জন্ম যদি নেয় তোমার মত জারজ সন্তান
ঘুচিয়ে দেবে দুঃখ লালসার সংসার।
'
আমি সুখ কিনি বস্তায় ভরা অগুনতি টাকায়
ক্যাসিনোয়, দেহের আর সময়ের বৈভবে
ভবিতব্য কিনি আমার চরম মৌসুমে
উপায়হীন অন্তহীন যোগে নত তোমাকেই হতে হয় ।
'
আমদানি  হলো অবশেষে আলোচিত যুদ্ধ শতকের
অতঃপর কতটুকু আর পারি
লোকালয় ঘিরে বসবাস যার, একান্ত নিষ্ঠায়
কীভাবে আটকাবো মৃত্যু, বাঁচাবো পুরুষ শিশু নারী?
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,