সে যদি চলে যায়
বাংলার কোন এক পল্লীর কোলে
আমি দিশেহারা হয়ে যাবো তবে :
আমার স্বপ্নের আকাশে বেদনার
কালো রং এসে আশ্রয় নেবে
চিন চিনে ব্যথায় বুক কেঁপে উঠবে দুরু দুরু
সহসা হতাশার অন্ধকারে
মেঘের তামাম গর্জনে, একাত্তরের ছেলের খেলার মাইনের মতো হয়ে যাবো চূর্ণ বিচূর্ণ
খাবলে খাবলে খাবে ফেলে থাকা আমার বিধ্বস্থ শরীরের হাড়, মাংস, রক্ত, মগজ বনের শৃগালে অথবা শকুনে।
সে যদি চলে যায়
বাংলার কোন এক পল্লীর বধু হয়ে
আমি চুপি চুপি যাবো সে পল্লীতে ;
আম, কাঁঠাল আর বাঁশবনের ফাঁকে
রক্তবর্ণ দেহখানি দেখে চেখে নেবো তাকে ;
কুশল জিজ্ঞাসিব অনন্তের হাসিমাখা চোখে
নতুবা সে যদি আমার ব্যথিত হৃদয়ের কথা জানে
হয়তবা কোন অমঙ্গল হবে তার তরে।
সে যদি চলে যায়
বাংলার কোন এক পল্লীর কোলে।
******************************