অন্ধকার নেমে এলে তারাদের বাড়ি খুঁজে যাই
যদি কিছু রাতজাগা অভিমান
কিছুটা পুড়ে যাওয়া ভালোবাসার অংশটা ভাগে পাই
যদিও ভালোবাসা নামের চৌকাঠে,
শারীরিক ঝড়ের চেতন ওঠে মনে
কেবা তার অধিকার কেবা কার সহমত গোনে?
মনুষ্যত্ব পিঠে করে
বিবেকের হাতঘড়ি উল্টোই ঘুরে চলে দেখি
ভেতরের বিদ্বেষী শান দেয়া মন,
সম্মুখে সরলতা ঢালে, চকচকে অথচ তা মেকি!