শ্যামা মেয়ে,
রূপের ঝলকে প্রকৃতির নাচন যেমন
তোর কাছে বারবার ফিরি তারও কারণ তেমন
কীসে তোর এমন অভিমান?
আমাকে ভাবিস তুই, ব্যর্থ আমি, আমি ভাগ্যহত
এখন বিষাদ রাত
দূরের আকাশে দ্যাখ, তাপের রবি হয়েছে গত।
শ্যামা মেয়ে,
তোর কথা ভেবে ভেবেই বেঁচে থাকি
এমন স্থবির প্রবহমনতার মধ্যেও স্বপ্নকে বাঁচিয়ে রাখি
নিজেকে ভাঙতে ভাঙতে বুঝে যাই
পৃথিবীর কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো সাড়া নেই, কোনো আহবান--
শুধু নিষিদ্ধ নগরীর বুকে শুনি বিষাদের চিৎকার
না ফোটার ইশতেহার
আমিও বুঝে যাই, এ অন্ধকার খেয়াযানে চড়ে কখন যেন নিলাম হয়ে যাই
আমিও হরিৎ বিকেল, ব্যর্থ বৃষ্টির মেঘ হয়ে যাই।
শ্যামা মেয়ে,
তবুও তোকে দেই যুগের আশ্বাস
ভাঙতে ভাঙতে দেখবে শেষ বিন্দুতে গেলে
ফিকে হতে হতে রাত, ক্রমশ জ্বলছে ভোরের আকাশ
কেটে যাবে যাবতীয় ভয়
বিষাদ বাতির আলো একদিন কাচফুল হবে নিশ্চয়।