স্বাধীনতা! যারা আজ তোমায় ছিঁড়ে খায়
তাদের আমি ঘৃণা করি, থু থু ছড়াই গায়
তাদের আমি হিংসে করি, শত্রু ভাবি মনে
ওদের থেকে দূরে থাকো, বলবো জনে জনে
স্বাধীনতা! যারা করে, তোমার বিরোধিতা
জ্বালবো তাদের ঘরে ঘরে অগ্নিদাহের চিতা।
স্বাধীনতা! পেলাম তোমায় লক্ষ প্রাণের দায়
আজ তাহারা আবারও যে হিংসায় গর্জায়
ওরা বড় বাড় বেড়েছে রুখতে হবে জানি
ছুটে এসো দেশদরদী সকল দুঃখী অভিমানী।
_________________________
★শিশুদের জন্য লেখা হয়েছিল।এখন থেকে কবিতার সাথে কিছু শিশুতোষ ছড়া কবিতাও থাকবে ★