সাপের মত ফনা তুলে কাউকে ভয় দেখানোর
স্বপ্ন দেখিনি কখনো
অথবা হতে চাইনি মানুষের হিংস্র রূপান্তর
চিরকাল ভয়কে জয় করার বাসনা বুকের ভেতর
হোক সে ফণা তোলা গোখরো কিংবা হিংস্র জানোয়ার,
এখনো তাকত রাখি, চিত্তের বৈভবে সমস্ত অমঙ্গল উপড়ে দেবার।
আমার এ অনুর্বর স্বত্বায় যতই আছড়ে পড়ুক
জগতের উথাল পাথাল ঢেউ
যতই হতাশারা আঘাত করুক, যতই যন্ত্রণার করাতকলে চিরে যাক মেধা আর মস্তিষ্ক
ভাঙ্গনের সুতীব্র হাহাকারে লুণ্ঠিত হোক স্বপ্নসৌধ
পেছনটাতে আমার আমাকে ছাড়া যদি নাইবা থাকে কেউ
তবু আমি নেবো না কষ্ট,
ভাববো জীবন আমার এখনো হয়নি তো বরবাদ
বুঝতেই হয়, একটি তীব্রানুভূতির হৃদয়ের জিহ্বা ছাড়া কোথাও মেলেনা মানব জনমের স্বাদ।
_______________________________________________