ভালো নেই মন, ভালো নেই এদেশের কেউ
তবু মুঠোফোনে বেজে ওঠে সুখ সংক্রান্তির রিংটোন..
যা ছিল, তাও চলে যায় যায় অবয়বে।
কোন কিছুই বলবার থাকেনা আমার
মনখারাপের গল্পগুলো নিয়ে হৃদয় আকুল হলেই
ব্যস্ততায় ছুটে যাই নাগরিক সেমিনারে
মানবতার রচনা লিখি ...
সময়ের ভাবনাকে ক্লোন করে আঁকি যান্ত্রিক ভালোবাসার ছাপচিত্র!
বিষাদের পুঁতিতে গাঁথি লোকাচারের মালা

ভুলতেও চেষ্টা করি,
ভালো ছিলো সবুজ বৃক্ষ লতা ফুল পাখি মানুষ
ভালো ছিল ধানক্ষেত নদীতট সান্ধ্য আকাশ
আজ আর ভালো নেই
পাহাড়-সমতল মসজিদ-মন্দির রাজপথ-শিক্ষালয় সবখানে মানবতা হারিয়েছে খেই
গেঁথে রাখা মালার সুতোলিতে পড়ে বিবর্ণ অনুভূতির ছায়া ...
পালাবদল হয় অন্ধকার মুহূর্তগুলোর
বুকের ভেতরে বাজে তাই আবহমান তীর্থযাত্রার সুর