সেই তো তোমার জন্যে আমি
একটা বিকেল একলা বসে কাটিয়ে দিলাম
দূরের আকাশ ফাগুন মাখা রাঙা প্রভা
ছুঁয়ে দেখা আর হলো না
বুকের ভেতর ভীষণ ক্ষরণ, ভীষণ ব্যথার পাহাড় জমা
কেমন করে বুঝবে তুমি কষ্টে ভেজা অপেক্ষারা
দহন চিতায় যায় পুড়িয়ে ভরা মাঠের শস্যদানা!
কেমন করে বুঝবে তুমি বলতে চাওয়া কথাগুলি, অস্ফুট সেই গোলাপ বাগান! সজনে দুপুর, নদীর জোয়ার!
কেমন করে চলছে ভেঙ্গে হৃদয় নদীর শান্ত দু'ধার!
বলবো কাকে! কেমন করে! কখন! কোথায়
তাও জানিনা
কেবল জানি,
বুকের ভেতর নষ্ট ব্যথার ঘুণপোকারা দিচ্ছে তালি
মৌরি বনের কুটুম পাখি ডাক দিয়ে যায় চুপিসারে পড়শির আনা রাঙা বিকেল ডাকছে যেন বারেবারে
আর জানি না,
কোথায় তুমি কাটাচ্ছো দিন সুখ মহিমায়,
কোথায় তোমার বসতবাটি, ইষ্টিকুটুম, শখের বাগান
কোথায় জ্বলে মোহ প্রদীপ, নষ্ট মনের কষ্টরা সব।
এবার আমার ইচ্ছে আছে
দূরের দেশে বীরের বেশে ঘুরতে যাবো
বললে পরে একলহমায় যাবো তোমায় সঙ্গে নিয়ে
মুড়কি মুড়ির মতই তোমার দুঃখগুলো উড়িয়ে দিয়ে।