কাউকে মুছতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসি
অগোচরে মুছে যায় রাত, রাতের তারা
প্রেমের গহীন জলে ভেসে যায় যৌবনের পাণ্ডুলিপি।
বিষাদের ভবঘুরে হাটে নিজেকে বিকবো বলে,
মধুমতী তীর ধরে হাঁটি অবিরাম
নদী এখনো বলেনি, বলেনি মুক্তগন্ধা ঝিনুক কিংবা মাছ
লুকানো শিল্পের রূপ কিংবা পাখির কলস্বর।
দূরে, বহুদূরে.. দিগন্তের যেখানে শেষ
সেইখানে কার যেন আবছায়া রূপ, তারপর...
তারপর রোদ আর বৃষ্টির খেলায়
মুছে দিতে দিতে
জীবনের আলোক রঞ্জন দিন গুনে দেখি
স্মৃতির মলিন পথে এখনো চিহ্ন পড়ে আছে সরু
এখনো যায়নি মুছে কলহাস্যে ফেরা একসাথে হাঁটা সেই জ্যোৎস্না রাত।
মুছে দেবো কাকে আর? বুকের গরাদে রাখা যার নাম
সে ই তো আমার ভালোবাসা
আমার জন্মভূমি শ্রীরামকান্দি গ্রাম।