রাজনীতিটা জোরালো রাজপথে
সংসদ ভবনে,খবরের কাগজে আর রাজনীতিপাড়ায়
এটাই কি স্বাভাবিক নয়?
সাহিত্যেও সর্বকালের রাজনীতি উঠে আসে স্বাক্ষী হয়ে।

অধুনার ফেসবুক রাজনীতি!

ছাড়িয়েছে সব সীমাহীনতায়
ছোঁয়া দিতে পারলেই এখন গল্প হয়
তৈরী হয়ে যায় অনবদ্য কবিতা আর তুখোড় রাজনীতি।

ভালোবাসা যেমন কচুর পাতার জলের মতো
এপাশ আর ওপাশ, ওপাশ থেকে এপাশ
ফেসবুক সেলিব্রেটি রাজনীতি এখন
একই সূত্রে বয়ে যাচ্ছে হারানো পদ্মার স্রোতের থেকেও বেশী

মজা পাচ্ছি অনেক, কখনো রঙ কখনো সুর
কখনো ধাক্কা খাই, একি!
বাপের চেয়ে সন্তান বড় তার চেয়ে বড় বয়ঃসন্ধি
ঘোরের মধ্যে আজ সবাই কিন্তু বন্দী।
---------------------------------------
টুঙ্গিপাড়া,১২/০২/২০