রোমিও কাল কেটে গেলে যে জীবনটা
তাকে আর দুঃখ বিলাসী বলো না
স্বপ্ন থেকে বেরিয়ে রোদ্দুর গায়ে নিয়ে হাঁটলাম
এই এতোটাকাল।
খুললাম প্রতিভার তুমুল শাড়ির ভাঁজ
আধখানা চাঁদ নিয়ে ভেঙ্গে গেলাম অন্ধকার।
এখন যদি বলো, আজও পৃথিবী ঢাকা তমসায়
আজও দক্ষিণে বইছে না বন্ধু বায়ু
তাহলে ফিরে যাও আবার কৈশোরে
আবার হৃদয় উজাড় করে ভালোবাসো, খুঁজে নাও মায়াবিনী জুলিয়েট অথবা প্রেমিক রোমিও
ফিরবার প্রবল বাসনারা যুগে যুগে বয়সের
কথা ভুলে যায়, মনে মনে ভাবে
এইতো, এই ই তো আমার রোমিও সময়।