কলার ভেলার মতো ভেসে আছি জীবনের পর
দোয়েলের শিস দেয়া সুরের আবেশে
মন চায় ফিরে যেতে আগে
রাতের ট্রেন বুঝি চলে গেছে সুদূরের পথে।

অনেক ক্ষুধার গল্প শুনে গেছি
শুনে গেছি আশ্বিনে মেঘ নিয়ে গেছে শতায়ু বিকেল
আমূল বদলে ফেলা নীলিমার নীল
সুপারি পাতার ফাঁকে জেগে ওঠে আগামীর চাঁদ
কত স্বপ্ন আঁকি কত যে বিষণ্ণ থাকি
তবু ফুল ফুটে থাকে বন বনানীর ছায়।

তবু গ্রহান্তরে ছুটে চলে মনের ভৈরবী
যেখানে ফুল নেই পাখি নেই হয়তবা ছিল একদিন
জানি না এখনো সব, আছো নাকি কেউ
পাতা ঝরবার দিনের আশার সকাল
হয়ত চমকে উঠে বায়ুর ডানার ভরে পেয়ে যাবো স্বজন একজন
তারপর হবো লীন, হবো মেঘ কৃষকের ঋণ।
*************************
টুঙ্গিপাড়া,৯/৮/২০