রে কবি!
আর কত ঘুমাবে ধরায়?
সময় যে বয়ে চলে যায়, এখনো ফেরাও মুখ
এখনো রাঙাতে পারো, এখানো হাসাতে পারো
এনে দিতে পারো সামান্যটুকু সুখ
দ্যাখো চেয়ে, এখনো দুর্ভাগ্যের নদীকূলে সাঁতরায় শ্রমজীবী মজদুর
এখনো গাঁয়ের মাঠে খুঁজে চলে কৃষক খাদ্য আগামীর
এখনো দুঃখিনী মায়ের ঘরে কান্নার অফুরন্ত সুর।
সুখের বাগানে ফুটবে কবে গোলাপ বকুল
কবি,কবে তোমার কবিতার মোহটানে ছাপিয়ে উঠবে
জল নদীর দু'কূল?
রে কবি! কেন আজও বসে আছো?
শব্দের পরে সাজিয়ে শব্দমালা
সে শব্দকে করে তোলো প্রকাণ্ড হাতিয়ার
তুমি তো জানো, কবি ছাড়া কেউ নেই শোষকের
নাকের ডগায় কথা বলবার
কবি ছাড়া কেউ নেই বিপ্লবে জাগাবার।
কবি ছাড়া, কে পাঠাবে কবিতার সারগাম?
রক্তের শিরায় শিরায় কে পাঠাবে স্লোগান বাংলার
কে হবে আগামীর খুদিরাম?