ওই দেখো অস্তাচলে ডুবে যায় রবি
সন্ধ্যার আলোক আঁধারি ঘোনাবে আরেকটু পর
তুমিও অলস সময় কাটালে হেলায়
জীবনের রেলের গাড়ি পার হয়ে যায় শেষের স্টেশন।
ক্ষুধার চিৎকারে দিনে দিনে পৃথিবীর পর
সাজিয়েছ সুনিপুণ করে ঘৃণার বহর
রাখলে না বাকী পথ চলতে তোমার
থাকলো না বলতে কিছু, না থাকলো চিরকাল বাঁচবার
কোনরূপ কোনো অধিকার।
অনাগত বংশধর কিংবা তাহাদের পর
আর কেহ কুড়াক ঝরা ফুল বকুল তলায়
নিত্যদিন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে
সজীব করুক পন্থ নিয়তির পন্থায়
সে রাস্তা কোথায় তাহার? সযতনে রাখো দ্রুত করে
তারে কিছু নিতে দাও
শিক্ষার আলোকমালা জ্বালাও অন্তরে আবার।
ওই দেখো অস্তাচলে ডুবে যায় রবি
সন্ধ্যার আলোক আঁধারি ঘোনাবে আরেকটু পর
তুমিও অলস সময় কাটালে হেলায়
জীবন রেলের গাড়ি পার হয়ে যায় শেষের স্টেশন।