আজও তর্জনী নেচে ওঠে, চোখে জ্বলে ভিসুভিয়াস
নাম তার ভাবছো কী? কাদের সিদ্দিকী...
তাঁর মতো জলে জঙ্গলে বহুরাত না ঘুমিয়ে, স্বাধীন করলো দেশ মুজিব, ক্যাস্ট্রো, চে গুয়েভারা
দিনরাত এক করে বিপ্লব করলো সফল পুস্প কমল।
এমনি করে শত সহস্র বছরে মানচিত্র বদলালো যারা
ইতিহাসে তারা কেউ রাজা মহারাজা
কারো ইতিহাস ব্যর্থতা আর শূন্যতা ভরা।
"চিরদিন কাহারো সমান নাহি যায়"- কেন শুধু মনে পড়ে যায়, কেন কেউ ভাবে না ধরায়?
এই যে আলোর দিকে ছুটে চলা পতঙ্গের মতো সব
কোন মোহে খুঁজে চলো ক্ষমতার মসনদ?
যেখানে মানবতা নেই, মানবিক ভাবনারা গেছে চলে
বহু আগে স্বার্থের টানে
চিরদিন ঠকে যারা, তারা এসে পতিত সেখানে।
মানুষ হতে পারিনি আজও
তাইতো ডামাডোলে নেচে উঠি, দেশে দেশে ঘৃনা ঢালি রোজ
তোমার এ উল্লাসে, কত যে প্রাণের বিনাশ!
রেখেছো কখনো কারো খোঁজ?