পৃথিবীতে কিছু প্রাণী আছে।
তারা রাত জাগে।
রাতেই বিচরণ, রাতেই আহার, নিদ্রা, সুখ।
পৃথিবীতে কিছু মানুষ আছে
তারাও রাত জাগে।
তারা কবি।
তারা নিজেকে পোড়ায়,
অপরের সুখ দিতে গিয়ে
কেবলই নিজের বাড়ায় অসুখ।
__________________________
★ এটি আমার প্রথম কাব্যগ্রন্থ "ছুঁয়ে যাওয়া মন ১৯৮৯" এর একটি কবিতা। রচনা কৈশোর (১৭/১৮) বয়সে। আজও নাড়া দেয়। তাই তো দিলাম এ আসরে। ★