রাত পোহালেও শ্রাবন তোমার
এমন তো কথা ছিলনা
কথা ছিল কথা হবে। দূরে গেলে মুঠোফোনে
কখনো বা কাছে
দিনান্তে আঁধার মাখি সোহাগের ধাঁচে।
এখনো স্থির থাকি কথার রেখায়
ভ্রান্তির সীমান্ত থেকে থাকছি দূরে
এখনো নীল খামে খোলা চিঠি আসে
কাউকে বলি না তবু চোখে চোখ ভাসে
তবে কেন কান্নায় শ্রাবণ আঁকো
কেন দূরে সকাতরে তাকাও অবুঝ
সন্ধ্যারাগে অনুকূল প্লাবন ঢাকো
এসো, এসো পার হই স্বপ্ন সিঁড়ি
ক্রমাগত আসুক ফুলে ফুলেল মাছি
এসো সুখ দুঃখ করি ভাগাভাগি
আরেকটু হৃদয়ের হই কাছাকাছি।
____________________________________
টুঙ্গিপাড়া
৪ আগস্ট ২১