দিয়েছি রক্ত আরো কত চাও দেশ
বহু বিপ্লব জমা পড়ে আছে মনে
তবুও  চাই না যুদ্ধের ডামাডোলে
মৃত্যু মিছিলে সব হয়ে যাক শেষ।

চাকুরী নামক আধুনিক দাস হতে
দাবী আদায়ের মিছিল হলো যে পথে
তারা আজ চায় ক্ষমতার মসনদ
চাকুরী তাহলে করবে কে? সভাসদ?

শাসন ত্রাসন তারই মানায় জানি
যার হৃদে থাকে সেবার আসনখানি
যার দেহ গড়া  মাটির ধূলার পরে
তারাই  আসুক এদেশের মূলঘরে।

এদেশ পেয়েছি এক নদী লোহু দিয়ে
রাখবো যে তারে সকলকে সাথে নিয়ে।