জানি আমি বুকের আগুন
ব্যথার আগুন বড়
সেই আগুনের তীব্রতাপে
মানুষ হইলো জড়ো

দুঃখী মানুষ হিংস্র হইলো
কান্নার আগুন ঝরে
রাজপথে দাবীর মিছিল
আর কে থামাতে পারে?

বুকের রক্ত দিলো ঢেলে
থামলো না কেউ আর
পেছনে ফিরে এলো না কেউ
সম্মুখ বরাবর।

ভাবলো মানুষ সুখে দুঃখে
কাটবে এখন দিন
লেখাপড়া চাকরী বাকরী
বাজবে মেধার বীণ।

তা হবে কি? তেমন খবর
পাঠানোর লোক নাই
চাঁদাবাজি ও খুনখারাপি
চলছে যাচ্ছেতাই

রক্ত দিয়ে হলাম স্বাধীন
আবার নতুন করে
এই কথাটি বোকারা কয়
দেখুন দুচোখ ভরে

আগের মত লুটের দেশে
সব মানুষের বাস
আগের মত করছে তারা
সব ব্যথাদের চাষ

সুখের নাগাল পাবো কবে
এমন খবর নাই
এক রাহুতে মুক্ত হলাম
এলো, অন্য রাহু ভাই।