দুঃখ হয় তোমার জন্যে
তৃষ্ণার ভেতরে যার বসবাস
হৃৎপিণ্ডের ভেতরে যার শূন্যতা ভরা
তারও দুঃখ হয় আজকাল
কেন যে হলে না আমার?
কেন যে বিভোর করে রাখলে না?
কত যে প্রেমের নদী হলাম পারাপার!

রাশি রাশি বেদনায়
পাখিদের বিলাপ গানে
প্রৌঢ় সন্ধ্যায় জোনাকির দীপ্ত আলোয়
কখনো প্রেমে কখনো অপ্রেমে
তুমি থাকলে না
কেন যে থাকলে না?
কেন যে বাঁধলে না, সুগভীর মায়ার বাঁধন?
যে বাঁধন, যে প্রেম তুলনাহীন ছায়ার আঁচল।

তবু যদি দিনশেষে
ভুলে যেতে পারি সমস্ত দুঃখগুলো
সমস্ত মান-অভিমান
পূবের আকাশ নিশ্চয়ই উঠবে হেসে।
===================