চোখের ওপারে ধূসর অতীত
সামনে পেছনে ডাইনে বাঁয়ে ভাবুক জানলা
মিছে ওই অস্থির চাঁদ,
চারুদ্বীপে বিলি করে শীর্ণ কিরণ!
দূরে কোথাও অমঙ্গল শৃগালের ডাক-
জানি, বহুকাল হতে এ গাঁয়ে দুর্মুখ শাপ
ক্ষুধার সন্তাপ
জ্বরা মরা অবহেলা পায়চারী করে খুব
তবুও স্বপ্নে দেখি নিশ্চুপ
বাড়ির পাশে কবে ভিড়বে সেই প্রসন্ন ট্রেন?