ফুলেল প্রেমের ঝাঁপি মাথায় নিয়ে
কত নগর বন্দর জনপদ ঘুরলাম হে স্বজন!
অবশেষে বেসামাল হলো ভালোবাসা
একদিন রাঙাপ্রভাত দরজায় এসে
চুপি চুপি নিয়ে গেলো, দিয়ে অনেকটা আশা।
সেই তো চলেই গেলেঃ
পথ যদি চেনা থাকে তাহলেই ভালো
নাইবা জানতে যাবো তোমার খবর
যা ছিল বা নাই সে হিসাবের ঘরে
ফেলবো না কখনো নিঃশ্বাস জবর।
যে ছিল হৃদয়ের খুব কাছাকছি
তাকে ছাড়া কতকাল ধরে
এইতো এই আমি আছি।
মন তো মানে না তবু এমনও যদি হয়
আবার স্বপ্ন হোক তোমার আমার
একান্ত ভালোবাসাময়।