দ্যাখো, দুঃখ-দারিদ্র আর হতাশার গল্প আমাকে শুনিয়ে
কোন লাভ নেই। কেননা আমার মতোন
আন্তরিক দুঃখী এক সর্বস্ব খোয়ানো ভিখিরি
তুমি কি কোথাও খুঁজে পাবে না!
চেয়ে দ্যাখো, এ পৃথিবী হতে সামান্য দূরে
ঐ যে চাঁদ আর আকাশের পায়া ধরে
কেঁদে-কেটে মরে যে মুক,অন্ধ,বধির, ভিখিরি সর্বক্ষণ
সে তো নয় অন্য কেউ,
ভালো করে দ্যাখো, সে তো আমারই প্রতিচ্ছবি
তুমি ভালো করে দ্যাখো, সূর্যালোক ভেদ করে
দুঃখী এক ভিখিরির ছায়া
বিম্বিত হয়েছে চাঁদ ও আকাশের গায়ে ।
ঐ নিঃস্ব ভিখিরি আসলে কি মানুষ ! মানুষ তো নয় !
এক সর্বস্ব খোয়ানো মানুষের ছায়ামাত্র।
আমি আমার প্রতিভাকে বললাম, যদি অবিশ্বাস হয়
আমাকে স্পর্শ করে দ্যাখো, হয়তবা দেখবেঃ
তুমি পরম দুঃখী, নিঃস্ব, সর্বস্ব খোয়ানো
একটি ছায়াকে স্পর্শ করেছ।
****************************