প্রতিভা, তোমাকে বলছি
ছাইচাপা আগুন যদি ফুঁসে ওঠে
সে জ্বালবেই
একবারও কাঁদবে না
না হয় নাই পাতলাম এ জীবনের ঝিকিমিকি সংসার
ওই যে অসমাপ্ত চিঠি, হলুদ খাম
ওর ভেতরে চমক লাগানো যাদুর পরী বাস করে
পথ চেনাবে রাতের আকাশ।
যজ্ঞের আগুনে হৃদয় পোড়ালেও
পুরোনো দালান ঘরে বাস করা সাপ
কখনো মানুষ কামড়ায় শুনি নাই, ভুঁইচাপার গন্ধ আসে নাকে, বর্ষায় কদম কেয়া চন্দ্রমল্লিকার
তার নীচে আমাদের দেখা না দেখা পারদের ওঠানামা
সান্ত্বনারা চিরকালই এমন-
চাণক্যের বানী দিয়ে মনকে ভেজায়
তবুও দুঃখকে ডেকে বলি, "তুই আয়,
তোকে নিয়ে তিন পাত্তি খেলি। "
__________________________
সোনাডাঙ্গা, খুলনা রচনাকাল ১৬-০৮-১৯৯৩
লেখাটি আমার "প্রতিভা যেওনা ফিরে" কাব্যগ্রন্থ হতে নেয়া।