অন্তহীন দুঃখের সাগরে খাবি খেতে খেতে
দুঃখকে এখন আর দুঃখ বলে মনে হয় না
এ আমার অনন্ত সুখ
এ আমার চিরকালীন ভালোবাসার আশ্রয়
আচানক অবসাদে
একদিন আমিও পাথর বনেছিলাম
আমিও স্বপ্নের বাগান হতে চুরি করে পাথরের
লাবণ্য ধরেছিলাম
বিস্মৃতি আমাকে আগুন হতে দেয়নি
কর স্পর্শ আমাকে বিমুখ করেনি
বিতৃষ্ণা আমাকে তাড়া করেনি
অকূল সিন্ধুপারে তাই আমার যাত্রার নয় অবসান
ছুটে চলার নতুন প্রতিজ্ঞা মাত্র।