ওরা কেন মিছিল করে? কীসের দাবী
আধেক আলোয় অন্ধকারে মশাল ছায়ায়?
ওরা তো পেয়ে গেছে হৃদয়ের চিঠি
ফাগুন আকাশ
আজ কেন এতো হাহাকার?
মালিবাগে কেন কাঁদে ষাটোর্ধ রিক্সাচালক?
হাত-পা পেশীতে যার, নেই সেই যুবকের বেলা।
আর ওরা কেন দাঁড়ানো রাস্তায়, বিচারখানায়,
কেন তোলে ব্যথিত জিকির?
বৈশাখী ঝড় এসে ভেঙ্গেছে কী স্বপ্ন দুয়ার?
গুরু লঘু এ কোন আচার?
লোভের মিসাইলে দিচ্ছো বোলি কারে?
গুনে রেখো, সব পাপ নিশ্চয়ই ঘুচে দেবে কালের রশি
দিগন্তে তখনো উঁকি দেবে রবি আর শশী
জলে ভেজা হিজল পাপড়ি থেকে শিরীষের বন
অনেকটা পথ,
ধুলো ধোঁয়া বস্তি ভিখিরি খোলা ড্রেন রেলের স্টেশন
অন্ধ অলি গলি ভাঙ্গা টিনসেডে
আজও যারা বাস করে আদিম অধিবাসী আর কলোনিয়াল বেডে
জেনে রেখো, তারাও হুঙ্কার দিতে জানে
তারাও মস্তবড় হাঁপরে ফু দিতে জানে
প্রতিবাদের সবশেষ অভিধানে।