নিজেকে যতই জাহির করো তুমি দেশপ্রেমিক
আসলেই কী তুমি তা?
তোমার ভেতরে বাস করে কী এক অন্য মানুষ?
তুমি লোভী ইতর সর্বস্ব লুণ্ঠনকারী নও তো?
নও তো আভরণে আচ্ছাদিত এক ভণ্ড প্রতারক বিশেষ?

বারবার মানুষ প্রতারিত
ধোকার পরে ধোকায় আবদ্ধ হতে হতে
এখন আর বিশ্বাস বলে কোনো শব্দ নেই
এখন আর কোনো প্রতিশ্রুতি নেই
লাউয়ের ডগার মতো দুঃখগুলো তরতর করে
বেড়ে উঠতে দেখছে মানুষ
মাচানে দীর্ঘ ছায়ার ভেতরে বাড়ছে কষ্টগুলো
বুকের ভেতরে সে কষ্টকে পুষে রেখে
ভণ্ডদের, প্রতারকের বেড়ে ওঠা কতোটা দৃষ্টিগ্রাহ্য হয়, বলতে পারো?

এবার তোমাকেও ভাবতে হবে
কী করে নতুন ফন্দীতে ফসকাবে মানুষের মন?
অন্ধের মত বিশ্বাস করবে স্বজন
কেননা এতোদিনে মানুষ বুঝে গেছে
মানুষের প্রতি তোমার বিন্দুমাত্র ভালোবাসা নেই
দেশপ্রেমিকের আড়ালে তুমিও একজন ইতর, লোভী, ভণ্ড, প্রতারক বিশেষ।
_______________________________________________