হয় তুই মূর্খ নয় আমি
যদিও জানি হবেনা দেখা, কখনো জানাজানি
তবু তুই হোস অভিমানী
কীইবা তার দাম! মহাকাল লিখুক ইতিহাস
তোর প্রেম তোর অভিলাষ, নিতান্তই খেয়ালী বিলাস।
বহুবার বুঝেছিস ভুল
দ্বীনতাই আঁধারের বাঁড়া, শব্দযোগে না আসুক বোধ
হীনমনে এতো রুষ্ট হোস বা কী করে ?
না কি ঢুকিসনি কখনো ভাষার গভীরে ?
আলো এসে ফর্সা করে রেখে একবার
চিরকাল ঢাকলো আঁধারে
মানুষ কী পেরেছিস হতে ?
কী করে বোঝাই তোরে ?
চোখ তোর ঘিরে আছে অর্থ আর দোর্দণ্ড প্রতাপে।