কবিগন লিখে যান কবিতা
আমারও সাধ জাগে কবি হতে, কবিতায় নাম লেখাতে
অথচ বুঝিনা কবিতা কারে কয়
সুর, লয়, তাল ছাড়া কীভাবে কবিতা বানানো হয়?
বলেছিলো দু' একজন, মন খুলুন, মনকে বলুন
স্রোতের মতো আসবে কবিতা
আমি বলি, দূর বোকা! মন তো খুলেছি কোনকালে
ভেতরে বাতাস খেলা করে
রাতের জোনাকিরা জ্বালে আলো, আকাশে চাঁদ আর তারাদের ঝিকিমিকি
সুবহে সাদিকের পর আযান শুনি গয়েজ উদ্দিনের
বাতায়নে রোজ শুনি ভোরের পাখিদের গান
অথচ আসেনা কবিতা , মনে বাজে না কোন সুর
কেউ কেউ বলেছিলো মগ্ন হতে ধ্যানে
পাড়া মাতালাম, উড়ালাম চৌরাস্তার ধূলো
একাকী হাঁটলাম হরপ্পা মহেঞ্জোদারো কালাহারি গোবি
যমুনার তীরে বসে হলাম বাল্মীকি
এলো না কবিতা।
মনেও ঢেউ দিয়ে গেলো না রবি নজরুল সুকান্ত সামসুর
কী করে কবিতা হবে? কবিতা বা কাকে বলে?
মনের উদ্দীপকে প্রশ্নটা থাকতেই পারে।