কী হবে এ লেখালেখি করে? কী ক্ষুধা মিটাই আমি নিজেই জানি না বলে ডুব দেই, নেই থামাথামি
দেই লাগামহীন চিৎকার
ফোটা ফুলে মৌমাছি
মুক হতে পারিনা বলেই মেটাই মনের জ্বালা
মেটাই অসুখী আবদার
বলা চলে এই আছি।
ভোর হবে তাই গাঁথি শিশিরের মালা
শব্দ বাক্য জড়ো করে
উদাসী বাউল সাজি, সাজি ঘাম ঝরা কায়িক শ্রমিক
মুক থেকে মুখরা হই ধরণী পরে
তাই লিখি সময়ের গান আমি সামান্য পথিক।
কী হবে এ কবিতা লিখে? কীইবা হবে এ পত্র লিখে
পৌঁছবে কী রাজার হাতে
সময় কী বলবে ডেকে, হেকে হেকে
তোমার কাঙ্ক্ষিত ধরণী পাবে আগামী প্রাতে??
__________________________