মাঝে মাঝে পাখিদের ঘর
আর উড়বার প্রক্রিয়া দেখে ভাবি
পৃথিবীও এমন করে উড়ছে নাকি আজকাল
দুঃখ শোক আর করাতকলের মতো
এই যে কেটে নেয়া দুঃসময়,
পার হয়ে যাবে কিনা দূরের ইশারায়....

শুনেছি,
আবহমান কাল ধরে মানুষ মানুষের দুঃখগুলো
রোপন করে যায়
মানুষই ভালোবাসা ভুলে দুঃখের মাস্তুলে
নিজেকে চড়ায়
         নিবারন হবে আর কীভাবে?
মানুষ আটকে গেছে বিত্ত বৈভবে
           লোভে আর ঘৃণিত স্বভাবে।

হা ঈশ্বর! কী দেবো প্রবোধ মনকে আমার?