প্রতিভা, তোমার ওই হাসিমাখা মুখে
খুঁজে পাই পৃথিবীর সুখ
তোমার ভালোবাসার পরশে পাই
সব হারানোর আনন্দ।
তুমি তো জানোনা প্রতিভাঃ
যুদ্ধ জয়ের পরও একটা আশংকা থাকে
ভূখণ্ড দখলের পর ও একটা আশংকা থাকে
একটা স্থল মাইন হঠাৎ কিনা
লণ্ড ভণ্ড করে দেয় দেশপ্রেমিকের হৃদপিণ্ড
লণ্ডভণ্ড করে দেয় জীবনের সজীব স্বপন
তাই ওই হাসি মাখা মুখে যেন
খুঁজে পাই একটা সন্দেহ, একটা অজানা ভয়।
তুমি তো জানোনা প্রতিভাঃ
হৃদপিণ্ডের তারে তুমি কিভাবে জড়িয়ে আছো
বুকের পকেটে কিভাবে তালায় আটকানো আছো
সে তার তো ছিঁড়তে চাইনা কখনো
খুলতেও চাইবনা আর
কেননা এখানেই প্রতিভার জন্ম
এখানেই প্রতিভার বসবাস
এখানেই প্রতিভা হাসে খেলে, আনন্দ যোগায়।
****************************