বাড়াবাড়ি ভালো নয়, ভালো নয় বৃথা আকাঙ্ক্ষার
বহুবার গলা ছেঁড়ে দিয়েছি স্লোগান, রক্ত বুকের
দেখেছি যোজন যোজন দূর, দাবী আদায়ের সমুদ্দুর।
যা ছিলাম তাইতো আছি, কাঙ্গাল সর্বহারা
যেই যায় লঙ্কায় সে ই হয় দস্যু রাবন, তস্কর, লুটেরা।
জানি, বৃথা স্বপ্নে ভাঙ্গে ঘুম এ দেশের মানুষের
লোভী পেট ভরে না কখনো__
কী করে উড়বো আকাশে, কীভাবে আনবো বিশ্বকাপ কিংবা পদক অলিম্পিক?
কী করে জাগাবো স্বদেশ ; জ্ঞানে, গুণে, অর্থে, বিত্তে?
একটুও ভাবিনি, ভাবতে চাইনি তাই
পৃথিবীতে আজও আমরা কৃতদাস,করি এখনো সেলাই।
এ কী হচ্ছে? চারদিকে কতসব জল্পনা
দিব্য দেখি, ভবিতব্য ছোপ ছোপ রক্তের আলপনা।
হা ঈশ্বর! ফিরিয়ে নিও না মুখ
আমাদের জ্ঞান দাও, আলো দাও, শান্তি দাও
আরো দাও প্রেমপ্রীতি সুখ।