জানি আমি,
প্রেমহীন রাতদিন অর্থহীন বিহগের গান।
নেই সুর, নেই তাল, নেই আর নন্দনের তুমুল তুফান
জনম জনম ধরে বেঁচে থাকা প্রেমঘন প্রণয়োপাখ্যান
প্রেমহীনে ভুলে যায় জীবনের অমল অভিধান।
প্রেমহীন প্রিয়হীন নিশিদিন আধেক জীবন বড় একা
শূন্যতার আঁচলে ভরা জোছনাও চিরকাল
---অন্ধকার হয়ে দেয় দেখা।
=====================