বসে বসে ভাবি
কে আছে আমার মতো অসুখী অভাবী?
কে আছে এমন যিনি বাকী
বেদনার হিমঘরে খান নাই খাবি?

চেয়ে চেয়ে দেখি,
মানুষ কীভাবে অমানুষ হয়
পশুগুলো আরো পশু
রজনীগন্ধার সুবাস নেয়া ভুলে
মসনদী সুবাসে ভরছে উদর কিছুলোক
আর দেশজুড়ে ছড়িয়ে আছে
না পাওয়ার শোক।
~
আরো দেখি,
ভোর না হতেই সন্ধ্যার আলোক আঁধারী
ভরছে উঠোন
মায়া সভ্যতায় না জানি কেমন ছিলো রোগ?
হেমন্ত দিনেও চোখের অদূরে অভাব,
কুয়াশা জীবন
সুখ নেই,
দুঃখের এক অনন্ত পাঠশালা হলো যোগ।
~
ফলবতী নদীর কিনারে জাগা চর
আধেক নাগাল আধেক বেহাত;
ভয়জাগা অন্ধকার
দেখি,মানুষ সেখানে গড়ে ঘর
মানুষই মানুষকে ঠকায়, পোড়ায়
প্রেমে অপ্রেমে হাসায়,কাঁদায় বারবার।