পূবের জানলা খোলা আছে
আলপথ ওই দেখা যায়
ওই তো অদূর মজা পুকুরের পাড়, খলিশার বিল
রোদ পোহানোর চিলমারি
চকচকে চলন্ত খাড়ু জল, খেলা করা মাছের বাথান, সাদা বক সারি সারি, শিকারের মস্ত নেশা
চিকন হুইসেলে ট্রেন ছোটে ঝকাঝক মাঠের পারের দূরের দেশে
যেখানে দিগন্ত গিয়েছে মিশে অপলক দৃষ্টির শেষে।

তারপর?
তারপর আছে কোন ঠিকানা তোমার কিংবা আমার?
যেইখানে জীবনের সীমানা প্রাচীর!

অমোঘ নিয়তি বারবার হাতছানি দেবে জানি
তবুও ফাগুন মনে আসে
থাকি তাই পথ চেয়ে ভাবনার ডানা বেয়ে
প্রেম আর ভালোবাসার ত্রাসে।
________________________