তোমার আকাশ উদার বলে নাক খুলে
মুক্ত নিঃশ্বাস নিতে চাও
এটা ভুলে যাও
তিল তিল করে জমা রাখা দুঃখ গুলো
যুগ যুগ ধরে পাতা ঝরার কান্না গুলো
নষ্ট কষ্টের পৃথিবী
তোমাকে উপহার দিয়ে গেলো বাঁধার নিঃশ্বাস
তাই ঢেকে রাখো লজ্জার নাকমুখ।

ভেবেছো সবকিছু আয়ত্বে তোমার
তাই মেঘমুক্ত হতে চাও
মুক্ত বাতাসে ওড়াতে চাও চেতনার ঘুড়ি
এটা ভুলে যাও
তুমিও হয়ে যাবে চেনা থেকে অচেনা
ভদ্র মানুষ থেকে ছিনতাইকারী
তাই ঢেকে রাখো লজ্জার নাকমুখ,
বন্ধ কর বাড়াবার হাত
স্নেহ মায়া ভালোবাসা স্পর্শের কারুকাজ।

এ পরিস্থিতি তোমার আমার সৃষ্টি এটা নিশ্চিত
তাই ঢাকো লজ্জার নাকমুখ
বাঁচো এবং বাঁচাও...............
****************************
টুঙ্গিপাড়া, ০৩/১২/২০