দেখছি আজকাল
অফুরন্ত উন্মাদনা নিয়ে তোমার আকাশে উড়ছে আনন্দের ঘুড়ি
রক্তের ভেতরে থরে থরে সাজানো প্ল্যান
একটা ব্যর্থ হলে আরেকটা
স্নাইপারে লোড করে রাখা প্রেম ৭.৬২
তীক্ষ্ণ চোখ ছুঁড়ছো লক্ষ্যের দিক।
তারপরও তাকিয়ে দেখি,
কেমন করে লাল নীল বেগুণী বৈশাখের জমানো মেঘগুলো ভাগ করে দাও
কেমন করে পাথরের বুকে আঁকো সম্ভ্রমের চোখ!
আরো দেখি, দুঃসময়ের লুকোচুরির ভেতরও
কারা যেন খুঁজে বেড়ায় বসন্ত রোদ
কেউ খোঁজে স্বজনের লাশ অথবা কংকাল
যা কিছু দেখতে পায়,
তার ভেতরে লুকোনো ষড়যন্ত্রের হাসি
অবশ্য, তোমার আকাশে ঝলমলে তারা, রাতের জোনাই, বাজছেও মনের শানাই "ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারাবেলা।"
নিশ্চয়ই না,
জানি,
অগুনতি জনতার চোখের বারুদে সব ষড়যন্ত্রের
উন্মাদনা ঘুচে যাবে একদিন
আগুন জলে লিখে রাখা স্লোগানে স্লোগানে
প্রকম্পিত হবে কলঙ্কের মসনদ
তোমার এ পোড়ানীতির হিসেব নিয়েই
রোদ ঝলমলে দুপুর ছিনিয়ে আনবে নিশ্চয়।
আনন্দের ঘুড়ি তখন, হ্যাঁ, তখন,
উড়ে উড়ে তোমাকে ,জানাবে_বিদায় সম্ভাষণ !!